ওয়ার্নার-কুকের সঙ্গী তামিম
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে গত এক দশকে ওপেনার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে দশ হাজার রান করেছেন কেবল তিনজন ব্যাটসম্যান। এই তালিকায় নাম আছে তামিম ইকবালের।
বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ১০ হাজার ১৪৩ রান।

গত এক দশকে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান ডেভিড ওয়ার্নারের। অস্ট্রেলিয়ান এই ওপেনার গত এক দশকে তিন ফরম্যাট মিলিয়ে করেন ১৩ হাজার ৭৭৮ রান।
এর মাঝে বল বিকৃতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায়ও ছিলেন সাবেক এই অজি সহ-অধিনায়ক। তবুও বিরল এক রেকর্ড তাঁর নামে!
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন স্যার আলিস্টার কুক। সাবেক এই ইংলিশ অধিনায়ক সব ফরম্যাট মিলিয়ে করেন ১১ হাজার ৩২০ রান।