promotional_ad

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের সমর্থন পাচ্ছে আইসিসি

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চার দিনের টেস্ট ম্যাচ বাধ্যতামূলক করার কথা ভাবছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন চিন্তা ভাবনাকে ইতোমধ্যেই স্বাগত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার অস্ট্রেলিয়ার সঙ্গে যোগ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


সবকিছু ঠিক থাকলে ২০২৩ সাল থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে আইসিসি। আইসিসির এমন পরিকল্পনাকে স্বাগত জানালেও এমন পরিকল্পনা কতোটা সফল হবে সেই ব্যাপারে কিছুটা সন্দেহ আছে ইসিবির।



promotional_ad

যদিও চার দিনের টেস্ট ম্যাচ হলে ক্রিকেটারদের কর্মক্ষমতা এবং বছরে লম্বা একটি সময় বেচে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানায় তারা।


ইসিবির একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘আমরা চার দিনের টেস্ট খেলার ব্যাপারে একমত। তবে এই ব্যাপারে আমরা কিছুটা সতর্ক। অবশ্য আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ক্রিকেটার, ভক্ত এবং সংশ্লিষ্টদের কথা চিন্তা করেই।’


২০২৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের সূচি নির্ধারণ করে রাখায় অপেক্ষা করতে হচ্ছে আইসিসিকে। আইসিসির এই পরিকল্পনার ব্যাপারে এর আগে কথা বলেছেন সিএ প্রধান নির্বাহী কেভিন রবার্টস। 



তিনি বলেন, ‘আমাদের এ নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। আবেগ দিয়ে নয়, বাস্তবসম্মতভাবে এটা নিয়ে ভাবতে হবে। গত পাঁচ-দশ বছরে প্রতিটা টেস্ট ম্যাচের গড় আয়ু নিয়ে ভাবতে হবে। আইসিসির সমস্ত সদস্য দেশগুলোর সঙ্গে কথা বলেই এগোনো হবে। সহজ হবে না ব্যাপারটা।’


চার দিনের টেস্ট আয়োজনের সিদ্ধান্ত শেষ পর্যন্ত চূড়ান্ত হলে আরও বেশি টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পাবে আইসিসি। ফলে আর্থিক দিক থেকেও লাভবান হবে তারা। এ কারণেই এমন পদক্ষেপ নেয়ার কথা ভাবছে আইসিসি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball