নাইটহুড খেতাবে ভূষিত লয়েড-গ্রিনিজ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন ক্লাইভ লয়েড ও গর্ডন গ্রিনিজ। ব্রিটেনের নতুন বছরের সম্মাননা তালিকায় (অনার লিস্ট) জায়গা করে নেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই দুই কিংবদন্তি ক্রিকেটার।
গায়ানার ক্রিকেট মহাতারকা লয়েডের আদর্শ নেতৃত্বে ১৯৭০ ও ১৯৮০'র দশকে ক্রিকেট বিশ্বের অপরাজেয় দলে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। তাঁর নেতৃত্বে ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

আন্তর্জাতিক ক্রিকেটে পুরো ক্যারিয়ার জুড়ে অসাধারণ অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয় লয়েডকে। অপরদিকে সাবেক ওপেনার গ্রিনিজকে ক্রিকেট এর উন্নয়নে অবদান রাখার জন্য বিশেষ এই উপাধি দিয়ে সম্মানিত করা হয়।
৬৮ বছর বয়সী গ্রিনিজের কোচিংয়ে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতে বাংলাদেশ এবং বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। এর দুই বছর পর তাঁর অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে বাংলাদেশ।
এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত লয়েড বলেন, 'অসাধারণ এই খেলায় আমি আমার জীবনের পঞ্চাশ বছর দিয়েছি। এখন এভাবে সম্মানিত হয়ে আমি বুঝতে পারছি, আমার কাজকে শ্রদ্ধার সঙ্গে দেখা হচ্ছে।
যে খেলা আমি অনেক উপভোগ করেছি এবং যা অনেককে আনন্দ দিয়েছে সেই খেলাটি খেলে সম্মানিত হয়ে আমি ভীষণ খুশি। গর্ডনও সম্মানিত হয়েছে জানতে পেরে দারুণ লাগছে। সেও এই খেলাটির একজন অসাধারণ সেবক। এটা তারও প্রাপ্য।'