promotional_ad

নাইটহুড খেতাবে ভূষিত লয়েড-গ্রিনিজ

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন ক্লাইভ লয়েড ও গর্ডন গ্রিনিজ। ব্রিটেনের নতুন বছরের সম্মাননা তালিকায় (অনার লিস্ট) জায়গা করে নেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই দুই কিংবদন্তি ক্রিকেটার।


গায়ানার ক্রিকেট মহাতারকা লয়েডের আদর্শ নেতৃত্বে ১৯৭০ ও ১৯৮০'র দশকে ক্রিকেট বিশ্বের অপরাজেয় দলে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। তাঁর নেতৃত্বে ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।



promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে পুরো ক্যারিয়ার জুড়ে অসাধারণ অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয় লয়েডকে। অপরদিকে সাবেক ওপেনার গ্রিনিজকে ক্রিকেট এর উন্নয়নে অবদান রাখার জন্য বিশেষ এই উপাধি দিয়ে সম্মানিত করা হয়।


৬৮ বছর বয়সী গ্রিনিজের কোচিংয়ে ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতে বাংলাদেশ এবং বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। এর দুই বছর পর তাঁর অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে বাংলাদেশ।


এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত লয়েড বলেন, 'অসাধারণ এই খেলায় আমি আমার জীবনের পঞ্চাশ বছর দিয়েছি। এখন এভাবে সম্মানিত হয়ে আমি বুঝতে পারছি, আমার কাজকে শ্রদ্ধার সঙ্গে দেখা হচ্ছে।



যে খেলা আমি অনেক উপভোগ করেছি এবং যা অনেককে আনন্দ দিয়েছে সেই খেলাটি খেলে সম্মানিত হয়ে আমি ভীষণ খুশি। গর্ডনও সম্মানিত হয়েছে জানতে পেরে দারুণ লাগছে। সেও এই খেলাটির একজন অসাধারণ সেবক। এটা তারও প্রাপ্য।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball