মুজিবকে থামাতেই তিন নম্বরে নেমেছিলেন মেহেদী

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
যুব দলের পর্ব চুকিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মেহেদী হাসান। অফ স্পিনের সঙ্গে কার্যকরী ব্যাটিংয়ে দারুণ পারদর্শী তিনি। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করেই তাঁকে দলে নিয়েছিল ঢাকা প্লাটুন।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের বিপক্ষে মেহেদী ব্যাট করেছেন ৮ নম্বরে। সেই ম্যাচে মাত্র ৬ রান করে রান আউটের শিকার হয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে মেহেদী নেমেছেন ৩ নম্বরে।

এখানেও সফল হতে পারেননি তিনি। ফিরেছেন ১৭ বলে ১২ রান করে। ম্যাচ শেষে মেহেদী জানিয়েছেন, কুমিল্লার অফ স্পিনার মুজিব উর রহমানকে দেখে খেলার জন্যই তাঁকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেয়া হয়েছিল।
মেহেদী বলেছেন, 'আমাকে কোনো কিছু বলা হয় না। আমাকে প্রেশার লেস করে দেয়া হয়। সিচুয়েশন যেটা ডিমান্ড করে সেটাই করার চেষ্টা করি। আজকে যেমন ছিল মুজিবের ওভারটা কাভার করতে হবে।'
আফগান স্পিনার মুজিবের বলে শুরু থেকেই ভুগছিলেন ঢাকার উপরের সারির ব্যাটসম্যানরা। ওপেনার এনামুল হক বিজয়কে নিজের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান তিনি। তাই মেহেদীকে বিপর্যয় এড়ানোর লক্ষ্যে মাঠে নামিয়েছিল ঢাকা।
ব্যাটিং অর্ডারে উত্থান-পতন নিয়ে চিন্তিত নন মেহেদী। তিনি জানিয়েছেন একজন পেশাদার ক্রিকেটার হিসেবে দল যেখানে চায় সেখানেই খেলতে প্রস্তুত তিনি। এটাই মেনে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
মেহেদীর ভাষ্যমতে, 'তবে এক জায়গায় ব্যাটিং করলে নিজের জন্য ভালো হতো। আপ এন্ড ডাউন হলে সবার জন্য প্রবলেম। একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে এটা আমাকে মেনে নিতে হবে।'