টেস্ট অভিষেকের পর যুব বিশ্বকাপে নাসিম শাহ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিয়মিত অধিনায়ক রোহেল নাজিরকেই এই বিশ্ব আসরের জন্য নেতৃত্ব ভার দিয়েছে পাকিস্তান।
দলে সবচেয়ে বড় চমক পাকিস্তানের টেস্ট বোলার নাসিম শাহ। এই পেসারকে নিয়েই যুব দলের দল ঘোষণা করেছে পাকিস্তান। কদিন আগে মাত্র ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়েছে।

টেস্ট অভিষেকের পর এবার যুব বিশ্বকাপ খেলতে চলেছেন তিনি। এ ছাড়া নিয়মিত পারফর্মাররাই জায়গা পেয়েছেন যুব দলের স্কোয়াডে। ২০০৪ এবং ২০০৬ যুব বিশ্বকাপের শিরোপা জয়ী দল পাকিস্তান।
এ ছাড়া তিনটি আসরে রানার্স আপ হয়েছে তাঁরা। এবারের আসরে তাঁরা 'সি' গ্রুপের হয়ে খেলবে। আগামী ১৯ জানুয়ারি পচেফস্ট্রুমে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মোকাবেলা করবে পাকিস্তানের যুবারা।
এরপর ২২ জানুয়ারি ব্লুমফন্টেইনে জিম্বাবুয়ের মোকাবেলা করবে পাকিস্তান। ২৪ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে জেপি মার্কস ওভালে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে দলটি।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার লিগ। বাকি দলগুলো খেলবে প্ল্যাট চ্যাম্পিয়নশীপ। সুপার লিগের সেরা চার দল খেলবে সেমি ফাইনাল। ৯ ফেব্রুয়ারি বেননিতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের ফাইনাল।
পাকিস্তান স্কোয়াডঃ রোহেল নাজির (অধিনায়ক/উইকেটরক্ষক), আব্দুল ওয়াহিদ, হায়দার আলী, মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান, আব্বাস আফ্রিদি, ফাহাদ মুনির, কাসিম আকরাম, আমির আলী, আরিশ আলী খান, আমির খান, নাসিম শাহ এবং তাহির হোসেন।