অস্ট্রেলিয়ায় বাবরের চেয়ে এগিয়ে ইয়াসির

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রান করে আউট হয়েছেন বাবর আজম। তবে দারুণ এক সেঞ্চুরিতে সবার নজর কেড়েছেন ইয়াসির শাহ। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে নিজের ব্যাটিং গড়টাও বাড়িয়ে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ফলে ৮ নম্বরে নেমে তাঁর এই সেঞ্চুরি পাকিস্তানের অভিজ্ঞ সব ব্যাটসম্যানকে লজ্জায় ফেলে দিয়েছে। পাকিস্তানের বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি গড় ইয়াসিরেরই।

এমন পরিসংখ্যান চোখ কপালে ওঠার মতোই। সব মিলিয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ায় ইয়াসিরের ব্যাটিং গড় তৃতীয় সেরা। অজিদের মাটিতে ৮ ইনিংসে ২৯.৭৫ গড়ে রান করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সবচেয়ে ভালো গড় ছিল পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের। তিনি ১৮ ইনিংস খেলে ৩১.৮৮ গড়ে রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা শোয়েব মালিক ৪ ইনিংসে ৩১ গড়ে রান করেছেন।
এই তালিকায় ইয়াসিরের পরেই আছেন বাবর আজম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ১০ ইনিংসে তাঁর ব্যাটিং গড় ২৭.৮০। এছাড়া আর কোনো পাকিস্তানি ব্যাটসম্যানদের গড় ২২ এর উপরে নেই অস্ট্রেলিয়ার মাটিতে।