promotional_ad

মেয়াদ বাড়ছে গাঙ্গুলির

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত ২৩ অক্টোবর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলির নাম ঘোষণা করা হয়। তাঁকে বোর্ডের দায়িত্ব দেয়া হয় ১০ মাসের জন্য। এখন বোর্ডই চাচ্ছে গাঙ্গুলির মেয়াদ বাড়ানো হোক।


রবিবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় তাই কুলিং অফ পিরিয়ড নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এবার কেবল সুপ্রিম কোর্টের অনুমতি পেলেই ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতি পদে থাকতে পারবেন গাঙ্গুলি।



promotional_ad

কোর্টের রায় পেলে শুধু সৌরভ নয়, তার সাথে সচিব জয়শাহ সহ বিসিসিআইয়ের অন্যান্য পদে থাকা কর্তারাও ২০২৪ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্ব পালন করতে পারবেন। সাধারণ সভার সিদ্ধান্ত দ্রুতই কোর্টকে জানাবে বিসিসিআই।


এই মিটিংয়ে লোধা কমিটির সংস্কার, বোর্ড কর্তাদের মেয়াদ বৃদ্ধি, ক্রিকেট কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন পেতে ভারতীয় সুপ্রিম কোর্টের অনুমতির অপেক্ষায় থাকতে হবে বিসিসিআইকে।


কোর্ট অনুমতি না দিলে ১০ মাস শেষে করেই বিসিবিআইয়ের সভাপতি পদ থেকে বিদায় নিতে হবে সৌরভ গাঙ্গুলিকে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সভায় আলোচনা হওয়া সব বিষয়ই মঞ্জুর হয়েছে।



‘বৈঠকে আনা সকল বিষয়কেই মঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের স্বীকৃতির জন্য তা আদালতে পাঠিয়ে দেয়া হবে। যদি শীর্ষ আদালতের স্বীকৃতি পাওয়া যায় তবে সৌরভ চোখ বন্ধ করে ২০২৪ পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট থাকতে পারবেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball