পাকিস্তানে যাবে বাংলাদেশ, আশাবাদী ওয়াসিম আকরাম

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে পুরোদমে ক্রিকেট ফেরাতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে যেকোনো শর্তে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে বেশ কয়েকটি দলকে আমন্ত্রণ জানিয়েছে পিসিবি।
এরই ধারাবাহিকতায় কদিন আগে পাকিস্তানের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে লঙ্কানরা। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম আশাবাদী বাংলাদেশ দলও পাকিস্তান সফরে যাবে।

এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘ডিসেম্বরে শ্রীলঙ্কা দল পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে। যেটা পাকিস্তান ক্রিকেটের জন্য বড় সংবাদ। আশাকরি বাংলাদেশও পাকিস্তান সফরে আসবে। একইসঙ্গে এবারের পিএসএলের পুরো আসরই পাকিস্তানে হচ্ছে। পাকিস্তানি সমর্থকদের জন্য অনেক বড় সুসংবাদ এটি।’
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী আগামী বছরের শুরুতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। বিভিন্ন সূত্র মতে, পূর্ণাঙ্গ এই সফরটি দুই ভাগে বিভক্ত হবে।
প্রথমভাগে দুটি টেস্ট ও দ্বিতীয়ভাগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই দুটি সিরিজই হওয়ার কথা রয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। যদিও পাকিস্তান সফর নিয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।