টস জয়ে শুরু বাংলাদেশের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ তিন ম???যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে ভারত।
বাংলাদেশের বিপক্ষে অভিষেক হচ্ছে ভারতের পেস বোলিং অলরাউন্ডার শিভম দাবের। ভারতের ৮৩তম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে অভিষেক হচ্ছে তাঁর। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছেন তিনি।

দুই দলই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বাইরে রেখে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।
এ ছাড়া জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া নেই ইনজুরির কারণে। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ওপেনার তামিম ইকবাল পারিবারিক কারণে ছুটিতে। আর ইনজুরিতে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম।
ভারত একাদশ (সম্ভাব্য)- রোহিত শর্মা (অধিনায়ক), সাঞ্জু স্যামসন/ লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋশাভ পান্ত (উইকেটরক্ষক), শিভাম দাবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।