promotional_ad

ভারতের বিপক্ষে হারানোর কিছু নেইঃ মাহমুদউল্লাহ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান দলে নেই। পারিবারিক কারণে নেই তামিম ইকবালও। দলের দুই সেরা তারকাকে ছাড়া ভারতের বিপক্ষে অনেকটা পিছিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ। এ কারণেই হয়তো নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, ভারতের বিপক্ষে তাঁদের হারানোর কিছু নেই।


শক্তিমত্তার দিক দিয়ে পিছিয়ে থাকলেও ভারতের বিপক্ষে জয়ের জন্যই তাঁর দল মাঠে নামবে বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ। সবকিছু ভুলে ভারতের বিপক্ষে এই ম্যাচের দিকেই মনোযোগ করতে চান অভিজ্ঞ এই অলরাউন্ডার।



promotional_ad

এ প্রসঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘ভারত অনেক শক্তিশালী দল। এখানে আমাদের হারানোর কিছু্ নেই। বরং এখানে অনেক কিছু পাওয়ার আছে। সবকিছু ভুলে আমরা ম্যাচ জয়ের জন্য খেলব, এটাই জানি।’


ভারতের বিপক্ষে জিততে হলে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন মাহমুদউল্লাহ। ভারত বেশিরভাগ সময় ব্যাটিং বান্ধব উইকেটে খেলে থাকে, তাই ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে তিনি। এ ছাড়া পেস বোলারদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই মাহমুদউল্লাহর।


নিজেদের পরিকল্পনা জানিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এ ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যাটসম্যানদের দায়িত্বটা বেশি। কারণ বেশিরভাগ সময় ভারতের উইকেটগুলো ভালো থাকে। এখন ভালো ব্যাটিং করে, নিজেদের জায়গা থেকে ভালো খেলে বড় একটা টার্গেট দিতে পারলেই হয়। আর বোলিংয়ের কথা বললে, আমি ব্যক্তিগতভাবে আমাদের পেস আক্রমণ নিয়ে সন্তুষ্ট। আশা করি তারাও ভালো করতে পারবে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball