দিল্লির বায়ুদূষণে চোখ জ্বলছে ডমিঙ্গোর
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামী ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দিল্লির বায়ুদূষণের কারণে সমস্যায় পড়েছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুশীলন করাতে নেমেই দিল্লির বায়ুদূষণের কারণে চোখ জ্বালাপোড়া করছে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের এক ক্রিকেটার একথা বলেছেন।

তিনি বলেছেন, 'আমাদের কোচ ভালো অনুভব করছেন না। তিনি বলেছেন, তার চোখ জ্বলছে এবং তার শ্বাস নিতেও সমস্যা হচ্ছে বায়ুদূষণের কারণে।'
বৃহস্পতিবার বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসকে মাস্ক পড়ে অনুশীলন করতে দেখা গেছে। শুক্রবার অনুশীলনে মাস্ক পড়েছেন বাংলাদেশের প্রধান কোচ ডমিঙ্গো, স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি এবং ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।
এছাড়া দিল্লির বায়ুদূষণে চরম ভোগান্তি পোহাচ্ছেন বাংলাদেশ দলের বাকি কোচিং স্টাফ এবং বাংলাদেশ থেকে যাওয়া অনেক সংবাদকর্মীরা। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বল জানা গেছে।