বাংলাদেশ দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজিঃ গাঙ্গুলি

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতায় দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও এই বিষয়টি এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, দিবা-রাত্রির টেস্টের পক্ষে মত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২২ নভেম্বর কলকাতায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি গোলাপি বলে আয়োজন করতে চায় ভারত। ভারতের প্রস্তাবের পর বিসিবি জানিয়েছে কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা। তবে গাঙ্গুলি নিশ্চিত করেছেন কলকাতা টেস্টে দিবা-রাত্রির খেলা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমকে গাঙ্গুলি বলেছেন, ‘বিসিবি সভাপতির (নাজমুল হাসান) সঙ্গে আমার কথা হয়েছে। তারা রাজি (দিবা-রাত্রির টেস্ট খেলতে), এখন খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চায়। আমি নিশ্চিত ম্যাচটি (কলকাতা টেস্ট) দিবা-রাত্রি হচ্ছে। শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি আমাদের জানাবে।’
ভারত এবং বাংলাদেশ দুই দলই এখন পর্যন্ত গোলাপি বলে টেস্ট খেলেনি। কলকাতা টেস্টে যদি দুই দল দিবা-রাত্রির টেস্ট খেলে তবে এটা ইতিহাস হয়েই থাকবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে স্মরণীয় করে রাখতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিসিআই।
দিবা-রাত্রির টেস্ট তারই একটি উদাহরণ। সোমবার গোলাপি বলে টেস্ট খেলা প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, ‘গোলাপি বলে খেলার বিষয়টি আমরা পুরোপুরি ছেড়ে দিয়েছি কোচ ও খেলোয়াড়দের ওপর। তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।’