আফগানিস্তানের তারুণ্য নির্ভর দল ঘোষণা

ছবি: ছবিঃ এসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুই ফরম্যাটেই তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে আফগানরা।
ভারতের লক্ষ্ণৌতে নভেম্বরের ছয় তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর।

এরপর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৪, ১৬ ও ১৭ নভেম্বর। তারপর ২৭ নভেম্বর শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের জন্য অবশ্য এখনও দল ঘোষণা করেনি এসিবি।
সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছে আফগানিস্তান। বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট জেতার পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ওঠে রশিদ খানের দল। যদিও বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচটি আর হয়নি।
আফগানিস্তান ওয়ানডে স্কোয়াডঃ রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, জাভেদ আহমেদি, আফসার জাজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমেদজাই, নভিন উল হক, ইকরাম আলী খিল ও মুজিব উর রহমান।
আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াডঃ রশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, জাভেদ আহমেদি, রহমানউল্লাহ গুরবাজ, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, ফরিদ আহমেদ মালিক, ইয়ামিন আহমেদজাই, নভিন উল হক, সাইদ আহমেদ শিরজাদ ও মুজিব উর রহমান।