promotional_ad

শ্রীলঙ্কায় মুমিনুল-সৌম্যদের ম্যাচের সূচিতে পরিবর্তন

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেছে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরের সূচি আগেই নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে সিরিজ মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যে কারণে নতুন সূচিতে শ্রীলঙ্কা ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।


প্রথম চার দিনের ম্যাচটি গত সোমবার কাতুনায়েকেতে মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় প্রথম দুই দিনের খেলা। মঙ্গলবার ম্যাচটিই পরিত্যক্ত ঘোষণা করা হয়। 



promotional_ad

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, আগামী কয়েকদিন বৃষ্টি থাকবে কলম্বোর আশেপাশে। তাই নতুন সূচিতে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। যে কারণে নতুন ভেন্যুতে সিরিজ আয়োজন করার কথা ভাবা হচ্ছে।


প্রধান নির্বাচক বলেছেন, ‘২৮ তারিখ থেকে হাম্বানটোটায় নতুন করে সিরিজ আয়োজন করার চেষ্টা চলছে। থাকছে দুটি চার দিনের ম্যাচই।’


নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার শ্রীলঙ্কা যাবেন মিনহাজুল আবেদীন। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেভেল্টও শ্রীলঙ্কায় ‘এ’ দলের খেলা দেখবেন। সফরের শেষ পর্যন্ত শ্রীলঙ্কা থাকবেন বাংলাদেশের এই দুই কোচ।



প্রধান নির্বাচক সূচি পরিবর্তন করার কথা জানালেও এখনও কোনো সূচি প্রকাশ করেনি ক্রিকেট শ্রীলংকা। আশা করা হচ্ছে দুই-এক দিনের মধ্যে মমিনুল-মিরাজদের ম্যাচের নতুন সূচি প্রকাশ করা হবে।


বাংলাদেশ ‘এ’ দল:  মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন সাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball