র্যাঙ্কিংয়ে লম্বা লাফ মুজিবের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের শীর্ষ বোলার ছিলেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। চার ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন ডানহাতি এই অফ স্পিনার। এমন পারফরম্যান্স পর র্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে মুজিবের।
বোলারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে তাঁর অবস্থান এখন ৯ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে একধাপ অবনতি হয়েছে সাকিব আল হাসানের।

সিরিজ শুরু আগে ৭ নম্বরে থাকলেও একধাপ পিছিয়ে এখন ৮ নম্বরে রয়েছেন সাকিব। তাঁকে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার পেসার আন্দিলে ফেহলুকায়ো।
বোলারদের টি-টোয়েন্টি র্যাঙ্কিয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। ৭৫৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে ৪ ম্যাচে ৬ উইকেট পেয়েছেন আফগান অধিনায়ক।
৭১০ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম। আর ৭০৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে শাদাব খান। ৭০২ পয়েন্ট নিয়ে চার নম্বরে ইংলিশ স্পিনার আদিল রশিদ। ৬৭৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার।
৬৭২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অ্যাডাম জাম্পা। যথাক্রমে ৭ এবং ৮ নম্বরে রয়েছেন ফেহলুকায়ো এবং সাকিব। ৯ নম্বরে থাকা মুজিবের পর ১০ নম্বরে রয়েছেন পাকিস্তানের আরেক স্পিনার ফাহিম আশরাফ।