‘নাইটহুড’ উপাধি পাচ্ছেন স্ট্রাউস-বয়কট

ছবি: ছবিঃ ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক জিওফ বয়কট এবং অ্যান্ড্রু স্ট্রাউস সম্মানসূচক নাইটহুড উপাধি পাচ্ছেন। ফলে তাদের নামের আগে যুক্ত হচ্ছে 'স্যার'।
ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে পদত্যাগের আগে তাঁদের নাইটহুড দেয়ার জন্য নির্বাচিত করে গেছেন। সাদা পোষাকের ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সফল অধিনায়ক স্ট্রাউস।

নাইটহুড পদক তাঁর প্রাপ্যই ছিল। ৫০টি টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন স্ট্রাউস। তাঁর অধিনায়কত্বে দুইটি অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংলিশরা। সেই সঙ্গে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল তাঁর হাত ধরেই।
ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট খেলা স্ট্রাউস তাঁর ক্যারিয়ারে ৪০.৯১ গড়ে ৭ হাজার ৩৭ রান করেছেন। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) হয়ে কাজ করেছেন স্ট্রাউস।
আরেক সাবেক অধিনায়ক বয়কট তাঁর ১০৮ টেস্টের ক্যারিয়ারে ৮ হাজার ১১৪ রান করেছেন। ১৯৬৪ সালে অভিষেক হওয়া এই ক্রিকেটার খেলা চালিয়ে গেছেন ১৯৮২ সাল পর্যন্ত।
১৯৭৮ সালে মাইক ব্রেলির ইনজুরির কারণে অধিনায়কত্বের দায়িত্ব পান বয়কট। এর আগে গত বছর নাইটহুড উপাধি পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক। ২০০৭ সালে এই মর্যাদা পান স্যার ইয়ান বোথাম।