দিনের শুরুতে তাইজুলের আঘাত
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ২৭৯/৬, ওভার- ১০১
আফসার ৪০*, রশিদ ০*; তাইজুল ৩/৭৬, নাঈম ২/৪৩

তাইজুলের তৃতীয়ঃ দিনের শুরুতেই আফগানিস্তানের ষষ্ঠ উইকেট তুলে নিলেন তাইজুল ইসলাম। উইকেটে থিতু হয়ে যাওয়া আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান আজগর আফগানকে ফেরান তিনি।
৮৮ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন আজগর। দ্বিতীয় দিনের শুরুতে ৪ রান যোগ করতেই ফিরে যেতে হয় তাঁকে।
সেশনের চতুর্থ ওভারের শেষ বলে তাইজুলকে স্লগ সুইপ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে টপ এজ হন আজগর। উইকেটরক্ষক মুশফিকুর রহিম লুফে নেন হাওয়ায় ভাসতে থাকা সহজ ক্যাচটি।