অধিনায়কত্ব পেয়ে বাংলাদেশের অপেক্ষায় সালমান

ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফির সংবাদ সম্মেলনে আঘা সালমান, আইসিসি

মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে ২০ ওভারের ক্রিকেটের দায়িত্ব দেয়া হয়েছে তরুণ অলরাউন্ডার আঘা সালমানকে। তার সহকারী করা হয়েছে শাদাব খানকে। অধিনায়কত্ব পেয়ে আপ্লূত সালমান। চলতি বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং আগামী বছরের শুরুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান, বাদ বাবর-রিজওয়ান
৭ ঘন্টা আগে
এই দুটি টুর্নামেন্টকে লক্ষ্য রেখেই এগোতে চান তিনি। পাকিস্তানে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালমান বলেন, 'সামনে এশিয়া কাপ আছে, তারপর বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো করাই সবসময় লক্ষ্য থাকে। আমরাও তার জন্য পরিকল্পনা করছি, যতো সিরিজ আছে সেসবেও ভালো করার চেষ্টা করবো।'

এদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ায় বেশ হতাশ সালমান। তবে এবার সামনে এগোতে চান তিনি। সেমি ফাইনালে যাওয়া দলগুলোকে শুভকামনা জানিয়ে তিনি বলেছেন, 'খুবই হতাশাজনক। কিন্তু জীবন তো থেমে থাকবে না। জীবন সামনে চলতে থাকবে, তাই সামনে কি হবে তার দিকেই নজর দিচ্ছি আমি। যারা যারা সেমিফাইনালে গেছে তাদের আমার শুভকামনা। আশা করি ওরা ভালো ম্যাচ খেলবে।'
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে বেরসিক বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। তবে আগামী মে মাসের শেষের দিকে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। পরবর্তীতে জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় আসবে পাকিস্তান।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে তর সইছে না সালমানের। তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারিনি। আমরা অপেক্ষায় আছি, বাংলাদেশ এখানে আসলে অনেক আতিথেয়তা পাবে। ওরা অনেক ভালো একটা দলও, সবসময় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।'