promotional_ad

অধিনায়কত্ব পেয়ে বাংলাদেশের অপেক্ষায় সালমান

চ্যাম্পিয়ন্স ট্রফির সংবাদ সম্মেলনে আঘা সালমান, আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে দেশটির ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। এর আগে তারা বদলে ফেলেছে টি-টোয়েন্টি অধিনায়ক।

promotional_ad

মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে ২০ ওভারের ক্রিকেটের দায়িত্ব দেয়া হয়েছে তরুণ অলরাউন্ডার আঘা সালমানকে। তার সহকারী করা হয়েছে শাদাব খানকে। অধিনায়কত্ব পেয়ে আপ্লূত সালমান। চলতি বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং আগামী বছরের শুরুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।


আরো পড়ুন

পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান, বাদ বাবর-রিজওয়ান

৭ ঘন্টা আগে
টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান

এই দুটি টুর্নামেন্টকে লক্ষ্য রেখেই এগোতে চান তিনি। পাকিস্তানে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালমান বলেন, 'সামনে এশিয়া কাপ আছে, তারপর বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো করাই সবসময় লক্ষ্য থাকে। আমরাও তার জন্য পরিকল্পনা করছি, যতো সিরিজ আছে সেসবেও ভালো করার চেষ্টা করবো।'



promotional_ad

এদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ায় বেশ হতাশ সালমান। তবে এবার সামনে এগোতে চান তিনি। সেমি ফাইনালে যাওয়া দলগুলোকে শুভকামনা জানিয়ে তিনি বলেছেন, 'খুবই হতাশাজনক। কিন্তু জীবন তো থেমে থাকবে না। জীবন সামনে চলতে থাকবে, তাই সামনে কি হবে তার দিকেই নজর দিচ্ছি আমি। যারা যারা সেমিফাইনালে গেছে তাদের আমার শুভকামনা। আশা করি ওরা ভালো ম্যাচ খেলবে।'


চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে বেরসিক বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। তবে আগামী মে মাসের শেষের দিকে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। পরবর্তীতে জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় আসবে পাকিস্তান।



ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে তর সইছে না সালমানের। তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারিনি। আমরা অপেক্ষায় আছি, বাংলাদেশ এখানে আসলে অনেক আতিথেয়তা পাবে। ওরা অনেক ভালো একটা দলও, সবসময় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball