বল হাতে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের মেয়েরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ড নারী দলঃ ৩০/৪, ওভার- ১০

ডেলানি ১২*, পল ১*; জাহানারা ১/৯, নাহিদা ১/৫
চার উইকেট নেই আয়ারল্যান্ডেরঃ ১০ ওভার ব্যাটিং করতেই ৪ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড নারী দল। জাহানারা, নাহিদার পর আইরিশ শিবিরে আঘাত হানেন সালমা খাতুন এবং রিতু মনি।
ইনিংসের অর্ধ ওভার ব্যাটিং করে ৩০ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।
জাহানারা-নাহিদার আঘাতঃ বিশ্বকাপ বাছাই পর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডে চলমান এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া আইরিশদের ইতোমধ্যে ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।
পেসার জাহানারা আলম নিয়েছেন ১ উইকেট। আরেকটি উইকেট নিয়েছেন স্পিনার নাহিদা আক্তার। পাঁচ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৪ রান।