বিশেষ সম্মাননা পেলেন জাদেজা-পুনম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় ক্রীড়াঙ্গনে সাফল্যের জন্য পুরস্কৃত হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং নারী দলের লেগ স্পিনার পুনম যাদব। তাঁদের দুইজনকে অর্জুনা পুরষ্কার দেয়া হয়েছে। বৃহস্পতিবার নিউ দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরষ্কার নেন এই দুই ক্রিকেটার।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) গত এপ্রিলে এই পুরস্কারের জন্য চারজন ক্রিকেটারের নাম দিয়েছিল। যেখানে ছিল মোহাম্মদ শামি এবং জাসপ্রিত বুমরাহর নাম। দেশের ১৯জন অ্যাথলেটের মধ্য থেকে জাদেজা এবং পুনমকে নির্বাচন করা হয়েছে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়েছেন জাদেজা। হাফ সেঞ্চুরির সঙ্গে দুই উইকেট নিয়েছেন তিনি। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন এই অলরাউন্ডার।
বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স করেন জাদেজা। সেমিফাইনালে ৫৯ বলে ৭৯ রানের ইনিংস খেলে ভারতকে ফাইনালের স্বপ্ন দেখান ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
২৮ বছর বয়সী পুনম, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় নারী দলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। আইসিসির র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।
গত বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন এই লেগ স্পিনার। ২৫ ইনিংসে ৩৫ উইকেট নিয়েছিলেন তিনি।