সুযোগের অপেক্ষায় রোহিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের টেস্ট একাদশে জায়গা পেতে হলে আরও অপেক্ষা করতে ওয়ানডে দলের সহ অধিনায়ক রোহিত শর্মাকে। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর এমনটাই মনে করছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সুযোগ পেয়ে দারুণ ব্যাটিং পারফরম্যান্স দেখান আজিঙ্কা রাহানে এবং হনুমা বিহারী। যে কারণে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেও সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক রোহিতের।

ভারতের হয়ে ৫৮ টেস্ট খেলা গম্ভীর বলেন, 'তাকে (রোহিত) সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। রাহানে এখন ভালো খেলছে। বিহারীও দারুণ ফর্মে। তাই তাকে সুযোগ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং পারফর্ম করতে হবে। আমি বিস্মিত নই রাহানের পারফরম্যান্সে কিন্তু এটা খুবই প্রয়োজনীয় ব্যক্তিগত এবং দলের জন্য।'
দলের গুরুত্বপূর্ণ সময়ে চাপে থেকেও ৮১ এবং ১০২ রানের ইনিংস খেলেন রাহানে। গত দুই বছর ব্যাটিংয়ে বেশ ছন্দছাড়া ছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। শেষ দুই বছরে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি।
এদিকে ব্যাট হাতে ফর্মে আছেন তরুণ বিহারীও। ৩২ এবং ৯৩ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ক্যারিবীয়দের বিপক্ষে ৩১৮ রানের বিশাল জয়ে তাঁদের দুইজনই রেখেছেন বড় ভূমিকা।