সরফরাজকে বরখাস্ত করতে আর্থারের সুপারিশ

ছবি: ছবি- পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সরফরাজ আহমেদকে পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে চাইছেন না কোচ মিকি আর্থার। সরফরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে নেয়ার জন্য পিসিবির ক্রিকেট কমিটির কাছে সুপারিশ করেছেন তিনি।
সেই সঙ্গে পাকিস্তান দলের কোচ হিসেবে থাকার জন্য ইচ্ছা পোষণ করেছেন আর্থার। ২০২১ সাল পর্যন্ত ইমাদ ওয়াসিম-শাদাব খানদের সঙ্গে কাজ করতে চান এই প্রোটিয়া। যদিও বিশ্বকাপের পর শোনা যাচ্ছিল তাঁকে আর কোচ হিসেবে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির এক সূত্র থেকে জানা যায়, এরই মধ্যে আর্থার কমিটির কাছে সরফরাজের বিকল্প অধিনায়কের নামও দিয়ে দিয়েছেন।
সীমিত ওভারে তার পছন্দ শাদাব খানকে। আর টেস্ট ফরমেটে অধিনায়ক হিসেবে বাবর আজমকে চান কোচ।
বোর্ডের ঘনিষ্ঠ একজন মুখপাত্র পিটিআইকে জানিয়েছেন, ‘সরফরাজকে নিয়ে খুব একটা ইতিবাচক কথা বলেননি আর্থার।
তার নেতৃত্ব গুণ পছন্দ নয় তার। কমিটিকে তিনি বলেছেন কাঙ্ক্ষিত ফল পেতে আরও দুই বছর প্রয়োজন তার।’
এই বিষয়ে পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তাঁরা ভাববেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বুধবার আরও একবার কমিটির সদস্যদের সঙ্গে কথা বলবেন। নতুন টিম ম্যানেজমেন্ট নিয়োগের আগে সেটা বোর্ড চেয়ারম্যান এহসান মানির কাছে পাঠানো হবে, এমনটাই জানান ওয়াসিম খান।