promotional_ad

বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে পরিসংখ্যান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (২৬ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাস ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে। বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের পর দুই দলের জন্যই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।


২০১৫ সাল পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে নিয়মিত হারত বাংলাদেশ। কিন্তু এরপর পরিসংখ্যান কিছুটা পরিবর্তন হওয়া শুরু করেছে। সম্প্রতি দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে আছে বাংলাদেশ। তবে সামগ্রিক ফলাফল বিবেচনায় জয়ের পাল্লা বেশি ভারী শ্রীলঙ্কার।



promotional_ad

শেষ ১০ ম্যাচের ফলাফলঃ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ১০ ওয়ানডের তিনটিতে জিতেছে বাংলাদেশ। এমনকি শেষ হাসিটাও হেসেছে বাংলাদেশ। ২০১৮ সালে এশিয়া কাপে লঙ্কানদের ১৩৭ রানের বড় ব্যবধানে পরাজিত করেছিল তারা। ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজে ১৬৩ রানে শ্রীলঙ্কাকে হারায় তারা। ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে ৯০ রানের জয় পায় বাংলাদেশ।


মুখোমুখি লড়াইঃ দুই দলের মুখোমুখি লড়াইয়ে শ্রীলঙ্কার তুলনায় ঢের পিছিয়ে বাংলাদেশ দল। এখন পর্যন্ত এই দুই দল ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে ৩৬টি ম্যাচেই জিতেছে শ্রীলঙ্কা এবং ৭ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ২০১৭ সাল থেকে জয়ের শতকরা হিসেবে দুই দলই সমান। এই সময়ে ৬ ওয়ানডে খেলে ৩টি করে ম্যাচ জিতেছে তারা।


শ্রীলঙ্কায় ফলাফলঃ ঘরের মাঠে বেশ শক্তিশালী শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় ১৯টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যেখানে দুটি ম্যাচ জিতেছে সফরকারীরা আর পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। বাকি ১৫ ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ২০১৭ সালে ৯০ রানে এবং ২০১৩ সালে তিন উইকেটে জিতেছিল বাংলাদেশ।



সামগ্রিক রানঃ বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার। ৪৮.২৪ গড়ে ১২০৬ রান সংগ্রহ করেছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন। ৩৩.৯৪ গড়ে ৬৪৫ রান নিয়েছেন তামিম। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস মুশফিকুর রহিমের। ২০১৮ সালের এশিয়া কাপে ১৪৪ রানের ইনিংস খেলেচন মুশফিক।


সামগ্রিক উইকেটঃ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট মাশরাফি বিন মুর্তজার। ২২ ম্যাচ খেলে ২৬ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। যেখানে তাঁর সেরা বোলিং ফিগার ছিল ২৫ রানে ৩ উইকেট। শ্রীলঙ্কার পক্ষে কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন সর্বোচ্চ উইকেট নিয়েছেন। ১৬ ম্যাচ খেলা মুরালি ৩১ উইকেট শিকার করেছেন বাংলাদেশের বিপক্ষে। যেখানে তাঁর সর্বোচ্চ বোলিং ফিগার ৩১ রানে ৫ উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball