ভারতে জয়ের সামনে দাঁড়িয়ে বিসিবি একাদশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি একাদশ ২য় ইনিংসঃ ৪৬/০, ওভার- ১৪
(জহুরুল ২০*, সাদমান ২৯*; দিভাই ০/৩, বিদ্যুৎ ০/২০)
কেএসসিএ সেক্রেটারিস একাদশ ১ম ইনিংসঃ ৭৯/১০ (৪১ ওভার)

(প্রবীণ ১৬; শহীদুল ৫/২০, আরিফুল ৩/২২, এবাদত ২/৩৬)
বিসিবি একাদশ ১ম ইনিংসঃ ৩৩৪ অলআউট (১০২.৩ ওভার)
(শান্ত ৭২, সোহান ৬৮; আনান্দ ৪/৫৯, প্রবীণ ২/৫৫)
কেএসসিএ সেক্রেটারিস একাদশ ২য় ইনিংসঃ ৩৪০ অলআউট, ওভার- ৮৫.২ ওভার
(অভিনব ১১৭, বিজয় ৫৯; এবাদত ৩/৮৪, মুমিনুল ২/৫
জয়ের প্রহর গুনছে বিসিবি একাদশঃ ড. (ক্যাপ্টেন) থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে জিততে হলে ৪০ রান প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের। কেএসসিএ সেক্রেটারিস একাদশের বিপক্ষে বিনা উইকেটেই জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে বিসিবি একাদশ।
দলটির দেয়া ৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছেন দুই ওপেনার জহুরুল ইসলাম এবং সাদমান ইসলাম। জহুরুল ২০ এবং সাদমান ২৯ রান ব্যাটিং করেছেন।
এর আগে দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছে কেএসসিএ সেক্রেটারিস একাদশ। অভিনবের দুর্দান্ত সেঞ্চুরিতে বিসিবি একাদশকে লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে দলটি। অভিনব ১১৭ রানের ইনিংস খেলেছেন। এছাড়া বিজয় খেলেছেন ৫৯ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে তিনটি উইকেট নিয়েছেন এবাদত হোসেন। দুটি করে উইকেট পেয়েছেন মুমিনুল হক, শহিদুল ইসলাম।