অস্ট্রেলিয়া সতর্ক হওঃ স্টোকস

ছবি: ছবি - সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আক্রমণাত্মক ক্রিকেটকে তকমায় পরিণত করেছে ইংল্যান্ড। গত কয়েক বছর ধরে এই কৌশল ধরে রেখেই সফল হয়েছে ইংলিশরা।
চলতি বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারাতে তাই দ্বিগুণ আক্রমণাত্মক খেলতে চায় ইয়ন মরগানের দল। সেমিফাইনালের আগে সতীর্থদের প্রতি এমনটাই আহ্বান জানিয়েছেন দলের অলরাউন্ডার বেন স্টোকস।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে এজবাস্টনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে ইংলিশদের সামনে। অন্যদিকে এই নিয়ে সপ্তম আসরে ষষ্ঠ ফাইনাল থেকে এক কদম দূরে অস্ট্রেলিয়া।
স্টোকস বলেছেন, ‘আমরা এখন এখানে (সেমি)। এখন আমাদের নিজেদের সেরাটা দেয়ার পালা এবং যে ধরনের ক্রিকেট আমাদের এখানে নিয়ে এসেছে সেই খেলাই উপহার দিতে হবে।
এখন পেছনে ফেরার সময় নেই। যে অ্যাপ্রোচ আমাদের কাজে লেগেছে সেটি এখন দ্বিগুণ করার সময়। সেখান থেকে সরে আসার সময় নয়। কেননা, এটি সেমিফাইনাল।’
সেমিফাইনালে সতীর্থদের থেকে সামর্থ্যের সেরাটা চাইছেন স্টোকস, ‘আগামী এক সপ্তাহ ইয়ন মরগান ও জস বাটলার সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমি আশা করি। তারা আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
যদিও গত কয়েকটি ম্যাচে তারা ঠিকমতো জ্বলে ওঠেনি, তবে তারা বড় ম্যাচের খেলোয়াড়, যারা এমন ম্যাচে সেরাটা দিতে পারে।’