promotional_ad

স্মিথ-ওয়ার্নারের পারফর্মেন্স টেম্পারিং ভুলিয়ে দিয়েছেঃ ডু প্লেসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বল টেম্পারিং কান্ডে নিষিদ্ধ হওয়ার এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হননি স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। শনিবার বিশ্বকাপের আসরে সেই ঘটনার পর প্রোটিয়াদের মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই অজি ক্রিকেটার।


টেম্পারিং কান্ডের পর জাতীয় দলে ফিরে এসে নিজেদের সেরাটা দিয়ে খেলে যাচ্ছেন ওয়ার্নার এবং স্মিথ। তাদের পারফর্মেন্সের উপর ভর করেই আগেভাগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।



promotional_ad

সেমিফাইনালে যেতে না পারলেও ম্যাচটিকে গুরুত্বের সাথে নিচ্ছে প্রোটিয়ারা। আর অধিনায়ক ফাফ ডু প্লেসি মনে করছেন, এই দুই অজি ক্রিকেটার তাদের পারফর্মেন্স দিয়ে টেম্পারিং কান্ডের বিষয়টি পেছনে ফেলে দিয়েছেন। ফাফ বলেন,


'আমার মনে হয় তাদের পারফর্মেন্স এবং রেকর্ড সেই ঘটনাকে পেছনে ফেলে দেয়ার জন্য যথেষ্ট। আমি মনে করি তারাও এই ম্যাচে সেই ঘটনাকে পেছনে ফেলেই মাঠে নামছে।


তাদের মত ক্রিকেটারদের যদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে দেয়া হয় তখন তারা আরও আত্মবিশ্বাসের সাথে ফিরবে। বিশ্বকাপে এটাই দেখা যাচ্ছে এখন। ওরা অনেক ভালো করছে, নিয়মিত রান পাচ্ছে। দলের জন্য সর্বোচ্চটা দিচ্ছে। তারা পারফর্ম করার জন্য ক্ষুধার্ত।'



এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৫১৬ রান করেছেন ডেভিড ওয়ার্নার। ২টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। স্টিভ স্মিথও আছেন রানের মধ্যে। ৮ ম্যাচে ২৮৭ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball