মাঞ্জরেকারকে ধুয়ে দিলেন জাদেজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কড়া সমালোচনা করেছিলেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। একটি টুইট বার্তায় সেই সমালোচনার জবাব দিয়েছেন জাদেজা।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের একাদশে ছিলেন না জাদেজা। তবে ওপেনার লোকেশ রাহুলের বদলি হিসেবে ফিল্ডিং করেছিলেন তিনি। সেই সময় সীমানার কাছে দুর্দান্ত এক ক্যাচে বেয়ারস্টোকে ফেরান এই বোলিং অলরাউন্ডার।

এমন ক্যাচ নেয়ার পর বাংলাদেশের বিপক্ষে জাদেজাকে খেলানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে মাঞ্জরেকার জানান, সবকিছু একটু একটু করে পারে এ রকম কোনো ক্রিকেটারের ভক্ত নন তিনি।
ভারতের সাবেক এই ক্রিকেটার বলেছিলেন, ‘সবকিছু একটু একটু করে পারে এ রকম কোনো ক্রিকেটারের ভক্ত আমি নই। জাদেজা ওর ৫০ ওভারের ক্যারিয়ারে এখন এই অবস্থায় আছে। টেস্টে সে পুরোদস্তুর বোলার। কিন্তু ওয়ানডেতে আমি একজন ব্যাটসম্যান আর স্পিনার চাইব।’
মাঞ্জরেকারের এমন সমালোচনা ভালোভাবে নিতে পারেননি জাদেজা। একটি টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘এখনও কিন্তু আমি আপনার দ্বিগুণ ম্যাচ খেলেছি এবং এখনও খেলে যাচ্ছি। মানুষ যা অর্জন করেছে সেটা সম্মান করতে শিখুন। আপনার মুখের ডায়রিয়া অনেক শুনেছি।’