promotional_ad

বেয়ারস্টোর সেঞ্চুরিতে বাঁচার চেষ্টায় ইংল্যান্ড

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশদের বড় সংগ্রহ নিশ্চিত করেছেন ওপেনার জনি বেয়ারস্টো।


টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং জেসন রয়। এই দুজনে যোগ করেন ১২৩ রান। রয় ৬০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। ওয়ান ডাউনে নামা জো রুট ফিরেছেন ২৪ রান করে।


একপ্রান্ত আগলে রেখে জনি বেয়ারস্টো অষ্টম সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত তিনি আউট হন ১০৬ রান করে। বেয়ারস্টো ফিরে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি জস বাটলার। তাঁর ব্যাট থেকে এসেছে ১১ রান।



promotional_ad

সমান ১১ রান করে আউট হয়ে গেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এরপর দ্রুতই ক্রিস ওকসকে (৪) ফিরিয়ে ইংল্যান্ডের রানের চাকা ধীর করে দেন নিউজিল্যান্ডের পেসার জিমি নিশাম। এরপর একপ্রান্ত আগলে রেখে ইংল্যান্ডের রান বাড়িয়েছেন অধিনায়ক ইয়ন মরগান।


তিনিও ইনিংস লম্বা করতে পারেননি। ব্যক্তিগত ৪২ রানে তিনি ফিরেছেন হ্যানরির শিকার হয়ে। শেষ দিকে দ্রুত রান তুলে ইংল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত করেছেন আদিল রশিদ ও লিয়াম প্ল্যাঙ্কেট। ইনিংসের শেষ ওভারে আদিল রশিদ ১৬ রান করে আউট হন।


প্লাঙ্কেট ১৫ এবং জফরা আর্চার ১ রান করে আউট হন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দুইটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হ্যানরি এবং জিমি নিশাম। ১টি উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার এবং টিম সাউদি। 


সংক্ষিপ্ত স্কোরঃ



ইংল্যান্ডঃ ৩০৫/৮ (৫০ ওভার)


(বেয়ারস্টো ১০৬, মরগান ৪২; বোল্ট ২/৫৬, হ্যানরি ২/৫৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball