হারিসের ব্যাটে বড় সংগ্রহ পাকিস্তানের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ গড়েছে পাকিস্তান। বাঁচা-মরার লড়াইয়ে এদিন টসভাগ্য গিয়েছে পাকিস্তানের দিকে।
ব্যাটিং করতে নেমে সূচনাও দারুণ করেছে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে দলটি তুলেছে ৮১ রান। এরপর আঘাত হেনেছেন অভিজ্ঞ প্রোটিয়া স্পিনার ইমরান তাহির।

ফখর জামানকে বিদায় করার পর আরেক ওপেনার ইমাম উল হককেও বিদায় করেন তিনি। পাকিস্তানের দুই ওপেনারই এদিন করেছে ৪৪ রান করে।
এরপর বাবর আজমকে সঙ্গ দিতে চেষ্টা করেও ব্যর্থ হন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তৃতীয় উইকেট জুটিতে হারিস সোহেল এবগ বাবর আজম তোলেন ৮১ রান।
বাবর ৬৯ রানে ফিরে গেলেও শেষ ওভার পর্যন্ত উইকেটে ছিলেন হারিস। ৫৯ বলে নয়টি চার ও তিনটি ছক্কায় ৮৯ রান করে ফিরে ইনিংসের শেষ ওভারে ফিরে যান তিনি। মাঝে উল্লেখযোগ্য ইনিংস খেলছেন ইমাদ ওয়াসিম (১৫ বলে ২৩ রান)।
প্রোটিয়া বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি তিনটি উইকেট নিয়েছেন। তাহিরের শিকার দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ-
পাকিস্তানঃ- ৩০৮/৭ (৫০ ওভার)
(হারিস ৮৯, বাবর ৬৯; লুঙ্গি ৩/৬৪)