স্পিনারদের পরীক্ষা নিক অজিরা, চাওয়া বর্ডারের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে আছেন অফ স্পিনার নাথান লায়ন। কিন্তু তাঁকে এখন পর্যন্ত একটি ম্যাচেও খেলানো হয়নি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার খুব করেই চাইছেন লায়নকে সুযোগ দিক অজিরা। তাঁর মতে, এখনই সময় স্পিনারদের পরীক্ষা নেয়ার।
ইংল্যান্ডের উইকেটের কথা মাথায় রেখে পেসারদের বেশি সুযোগ দিচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ইনজুরি সুযোগ করে দিয়েছিল লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে। টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলেছেন এই স্পিনার যেখানে পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার আসন্ন ম্যাচগুলোতে অফ স্পিনার লায়নকে পরোখ করে দেখুক অজিরা। কারণ লায়নের প্রতিপক্ষকে আক্রমণ করার মানসিকতাই অস্ট্রেলিয়াকে জয় তুলে নিতে সাহায্য করবে বলে বিশ্বাস বর্ডারের।
'নাথান লায়নকে দুই-একটি ম্যাচের জন্য খেলানোর হোক, আমার মন বলছে। সে একজন উইকেট শিকারি বোলার এবং জানে কিভাবে আউট করতে হয়। টেস্টে বোলিং করা অবশ্যই আলাদা, কিন্তু লায়ন আক্রমণাত্মক একজন বোলার এবং বলে বিভিন্ন বৈচিত্র্য আনতে পারে সে।
স্পিনারদের আক্রমণ করার জন্য ব্যাটসম্যানরা প্রস্তুত থাকে, যার ভালো খারাপ দুই দিকই রয়েছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ চিন্তা করলে আপনাকে এমন টুর্নামেন্ট জিততে হলে আক্রমণাত্মক বোলার প্রয়োজন, যে প্রতিপক্ষকে নাগালে রাখবে।'
টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে অ্যারন ফিঞ্চের দল। ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছে তারা। অস্ট্রেলিয়ার বাকি তিন ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এই দলগুলোর বিপক্ষে লায়নকে পরোখ করে দেখতে বলছেন বর্ডার।