ইংল্যান্ডের হাতেই শিরোপা দেখছেন পিটারসেন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকার বিপক্ষে হারের পর বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করা কিছুটা কঠিন হয়ে গিয়েছে ইংল্যান্ডের জন্য। তারপরেও আসরে চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড বলে মনে করছেন দলটির সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
সেমিফাইনাল যাত্রা নিশ্চিত করার আগে যথাক্রমে অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ডের মোকাবেলা করবে তাঁরা। বিশ্বকাপে এই তিন দলের বিপক্ষে কখনোই জয় পায়নি এখন পর্যন্ত ছয় ম্যাচে চারটি জয় পাওয়া ইংল্যান্ড।

তাই সেমিফাইনাল যাওয়ার রাস্তা ক্রমশ সরু হয়ে আসছে তাঁদের। তবে এসব সমীকরণে বিশ্বাসী নন পিটারসেন। ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান এখনও চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন ইংলিশদের।
শ্রীলংকার বিপক্ষে হারের পর টুইটারে তিনি লিখেছেন, 'এটা কোনও সমস্যাই না। ইংল্যান্ড এখনও চ্যাম্পিয়ন।'
শুক্রবার শ্রীলংকার কাছে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় ইয়ন মরগানের দল।