বিশ্বকাপে দ্রুততম পঞ্চাশ মালিঙ্গার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে দ্রুততম পঞ্চাশ উইকেট শিকার করেছেন শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে এমন কীর্তি গড়েছেন ৩৫ বছর বয়সী এই পেসার।
ডানহাতি পেসার মালিঙ্গা পঞ্চাশ উইকেট নিতে খেলেছেন মাত্র ২৬ টি ম্যাচ। বিশ্বকাপে মালিঙ্গার আগে পঞ্চাশ বা এর বেশি সংখ্যক উইকেট নিয়েছেন কেবল তিনজন বোলার।

এরা হলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন এবং পাকিস্তানের ওয়াসিম আকরাম। এর মধ্যে ম্যাকগ্রা এবং মুরালিধরনের পঞ্চাশ উইকেট পেতে সময় লেগেছিল ৩০ ম্যাচ। আর আকরামের পঞ্চাশ উইকেট পেতে সময় লেগেছিল ৩৪ ম্যাচ।
বিশ্বকাপে উইকেট সংখ্যা বিবেচনায় এই তিনজনের থেকে পিছিয়ে মালিঙ্গা। আসরে তাঁর বর্তমান উইকেট সংখ্যা ৫১ টি। ম্যাকগ্রার ৭১ টি, মুরালিধরনের ৬৮ টি এবং আকরামের ৫৫ টি।
শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রান খরচায় চার উইকেট নিয়েছেন বর্ষীয়ান এই পেসার। ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট এবং জশ বাটলারের উইকেট পেয়েছেন তিনি।