ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জমিয়ে দিল শ্রীলংকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বল্প পূঁজিতেও অসাধারণ বোলিংয়ে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলংকা। প্রথমে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দায়িত্বশীল ইনিংসে ভর করে ২৩২ রানের পুঁজি পেয়েছে দলটি। এরপরে অভিজ্ঞ বোলার লাসিথ মালিঙ্গা এবং ধনঞ্জয়া ডি সিলভার বোলিংয়ে লিডসে ২০ রানের জয় তুলে নিয়েছে শ্রীলংকা। এই জয়ে আসর জমিয়ে দিয়েছে দলটি।
অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরেছেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো (০)। বেয়ারস্টোকে ফেরানোর পর দলীয় ২৬ রানে জেমস ভিন্সকেও (১৪) ফিরিয়েছেন মালিঙ্গা।
এরপর জো রুট এবং অধিনায়ক ইয়ন মরগানের ৪৭ রানের জুটি ভাঙেন ইসুরু উদানা। মরগানকে ২১ রানে ফেরান তিনি। এরপর বেন স্টোকসের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন রুট।

ব্যক্তিগত ৫৭ রানে তাঁকেও থামিয়েছেন মালিঙ্গা। উইকেটে আসা জশ বাটলারকেও (১০) সুবিধা করতে দেননি তিনি। তারপর মঈন আলী (১৬), ক্রিস ওকস (২) এবং আদিল রশিদকে (১) ফিরিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা।
একপাশ থেকে লড়াই করে নিজের ফিফটি তুলে নেন স্টোকস। ইংল্যান্ডের রান বাড়াতে থাকেন তিনি। শেষরক্ষা হয়নি। সাতটি চার ও চারটি ছক্কায় গড়া ৮৯ বলে ৮২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকতে হয় স্টোকসকে। লঙ্কান বোলারদের নৈপুণ্যে ৪৭ ওভারে ২১২ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস।
এর আগে ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনেও সুবিধা করতে পারেনি শ্রীলংকা। টস জিতে ব্যাটিংয়ে নেমে জফরা আর্চার-মার্ক উডদের বোলিংয়ের সামনে বিশেষ কিছু করতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। কেবল ম্যাথিউস খেলেছেন ১১৫ বলে অপরাজিত ৮৫ রানের একটি ইনিংস।
এছাড়া দুই অঙ্কের রান করতে পেরেছেন কেবল তিনজন ব্যাটসম্যান! আভিস্কা ফারনান্দো ৪৯, কুশল মেন্ডিস ৪৬ এবং ধনঞ্জয়া ডি সিলভা করেছেন ২৯ রান।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন আর্চার এবং উড। দুটি উইকেট নিয়েছেন আদিল রশিদ। একটি উইকেট ক্রিস ওকসের।
সংক্ষিপ্ত স্কোরঃ-
শ্রীলংকাঃ- ২৩২/৯ (৫০ ওভার)
(ম্যাথিউস ৮৫*, ফারনান্দো ৪৯, মেন্ডিস ৪৬; উড ৩/৪০, আর্চার ৩/৫২)
ইংল্যান্ডঃ- ২১২/১০ (৪৭ ওভার)
(স্টোকস ৮২*, রুট ৫৭; মালিঙ্গা ৪/৪৩, ধনঞ্জয়া ৩/৩২)