মানুষ শুধু খারাপ পারফর্মেন্সই মনে রাখেঃ রশিদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলিংয়ের লজ্জার রেকর্ড গড়েছেন রশিদ খান। এ কারণে তাঁকে নিয়ে চলছে সমালোচনা। যদিও সমালোচনায় কান নেই রশিদের। ২০ বছর বয়সী এই লেগ স্পিনার জানিয়েছেন, খারাপ পারফর্মেন্সই মনে রাখতে ভালোবাসে সমর্থকরা।
চলমান বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১১০ রান খরচ করেন বিশ্বসেরা এই লেগ স্পিনার। সেই ম্যাচের পরই সমালোচনার তীর ছুটে আসে তাঁর দিকে।

'মানুষ ১০টি ভালো দিন ভুলে যায় এবং একটি খারাপ দিন মনে রাখে। সেই ম্যাচ নিয়ে আমি কিছু ভাবছি না। কেননা তারা কখনোই মনে রাখবে না রশিদ আগের ১০দিন কী করেছে।' বলেছেন রশিদ।
গত মঙ্গলবার (১৮ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দেন রশিদ। যদিও প্রথম ৫ ওভারে মিতব্যয়ী ছিলেন আফগান এই তারকা স্পিনার। প্রথম ৫ ওভারে তাঁর খরচা ছিল ৩৬ রান।
বাকি চার ওভারে তাঁর ওপর ঝড় বইয়ে দিয়ে ৭৪ রান আদায় করে নেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। সব মিলিয়ে ওভার প্রতি ১২.২২ গড়ে রান দিয়েছেন রশিদ। তাঁকে ১১টি ছক্কা হজম করতে হয়েছে এই ম্যাচে। এর মধ্যে ৭টি ছক্কাই মেরেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।