আর্চার-উডদের সামনে অসহায় শ্রীলংকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি শ্রীলংকা। লিডসে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দায়িত্বশীল ইনিংসে স্বাগতিকদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৩২ রানের পুঁজি পেয়েছে দলটি।
এদিন টস জিতেছিল শ্রীলংকা। কিন্তু জফরা আর্চার-মার্ক উডদের বোলিংয়ের সামনে বিশেষ কিছু করতে পারেনি দলের ব্যাটসম্যানরা। কেবল ম্যাথিউস খেলেছেন ১১৫ বলে অপরাজিত ৮৫ রানের একটি ইনিংস।

এছাড়া দুই অঙ্কের রান করতে পেরেছেন কেবল তিনজন ব্যাটসম্যান! আভিস্কা ফারনান্দো ৪৯, কুশল মেন্ডিস ৪৬ এবং ধনঞ্জয়া ডি সিলভা করেছেন ২৯ রান।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন আর্চার এবং উড। দুটি উইকেট নিয়েছেন আদিল রশিদ। একটি উইকেট ক্রিস ওকসের।
সংক্ষিপ্ত স্কোরঃ-
শ্রীলংকাঃ- ২৩২/৯ (৫০ ওভার)
(ম্যাথিউস ৮৫*, ফারনান্দো ৪৯, মেন্ডিস ৪৬; উড ৩/৪০, আর্চার ৩/৫২)