ইচ্ছা হলেই ছয় মারে মুশফিকরাঃ উথাপ্পা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মারকাটারি ক্রিকেটের যুগে ছয় হাঁকানো ব্যাটসম্যানদের ইচ্ছার ব্যাপার। ভয়ডরহীন ব্যাটিং করে এখন ভালো বলেও ছয় হাঁকানোর চেষ্টায় থাকেন ব্যাটসম্যানরা। মুশফিকুর রহিম, ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারের মতো ছোট দেহের ক্রিকেটাররাও ইচ্ছা হলেই ছয় হাঁকান।
এখনকার ক্রিকেট সেই দিকেই এগোচ্ছে, মনে করেন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। সামনে শুধু ছয় মারার জন্য ক্রিকেট খেলা হবে বলে ধারণা করছেন তিনি।

'আমার মনে হয় ক্রিকেট সেই দিকেই যাচ্ছে। আগামী ২০ বছরে দেখবেন ক্রিকেট খেলাটা ছয় মারার খেলায় পরিণত হবে। এখন সেটাই দেখছি আমরা। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারদের মত তরুণরা এটাই করছে। মুশফিকুর রহিম দেখলাম ছয় মারছে নিজের ইচ্ছায়।
ক্রিকেট সেদিকেই যাচ্ছে। এর ভালো খারাপ দিক আছে। তবে আমাদের বাস্তবতা দেখতে হবে।' একটি অনুষ্ঠানে বলেছেন ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে তিনটি ছয় হাঁকিয়েছেন। মুশফিক মেরেছেন একটি। এ ছাড়া ডেভিড ওয়ার্নার পাঁচটি, অ্যারন ফিঞ্চ দুটি এবং গ্লেন ম্যাক্সওয়েল তিনটি ছয় হাঁকিয়েছেন এই ম্যাচে।
এবারের বিশ্বকাপে গড়ে প্রতি ম্যাচে দশটি করে ছয় হাঁকাচ্ছেন ব্যাটসম্যানরা। কালের পরিক্রমায় শুধু ছয় হাঁকানোর দিকেই বেশি মনযোগী হবেন ব্যাটসম্যানরা, এমনই ধারণা উথাপ্পার।