রোহিতের সেঞ্চুরিতে ভারতের বিশাল সংগ্রহ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যানচেষ্টারে রোহিত শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে পাক-ভারত মহারণে পাঁচ উইকেটে ৩৩৬ রানের বিশাল সংগ্রহ করেছে ভারত। রোহিত শর্মার পাশাপাশি এদিনে দুর্দান্ত খেলেছেন অধিনায়ক ভিরাট কোহলি এবং ওপেনার লোকেশ রাহুল।
আগে কখনোই একসাথে ওপেন করা হয়নি রোহিত-রাহুলের। নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের ইনজুরি সুযোগ করে দিয়েছে রাহুলকে। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন রাহুল।
৭৮ বলে ৫৭ রানের ধৈর্যশীল একটি ইনিংস খেলে সঙ্গ দিয়েছেন রোহিতকে। এ দুজনের উদ্বোধনী জুটি ছিল ১৩৬ রানের। রাহুল ফিরে গেলে রোহিতকে সঙ্গ দিতে নামেন কোহলি।

রোহিত-কোহলি মিলে যোগ করেন আরও ৯৮ রান। এদিনে ১১৩ বলে ১৪০ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন ভারতের সহ অধিনায়ক। ইনিংসে ছিল ১৪ টি চার এবং তিনটি বিশাল ছক্কা।
হাসান আলির বলে ওয়াহাব রিয়াজকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। রোহিত ফেরার পর পান্ডিয়াকে সাথে নিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন কোহলি।
দ্রুততম সময়ে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। এরপরে ভারতীয় শিবিরে আঘাত হানেন মোহাম্মদ আমির। ভালো খেলতে থাকা হার্দিককে (১৯ বলে ২৬ রান) ও মহেন্দ্র সিং ধোনিকে (১) ফিরিয়েছেন তিনি।
তারপর বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। খেলা পুনরায় শুরু হলে আমিরের তৃতীয় শিকারে পরিণত হন কোহলি। ফেরার আগে ভারতের অধিনায়ক করেন ৬৫ বলে সাতটি চারে ৭৭ রান।
শেষে ভারতকে নিরাপদ সংগ্রহে পৌঁছে দেন শঙ্কর (১৫*) এবং কেদার যাদব (৯*)।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ভারতঃ- ৩৩৬/৫ (৫০ ওভার)
(রোহিত ১৪০, কোহলি ৭৭; আমির ৩/৪৭)