পাক-ভারত ম্যাচে বৃষ্টির হানা

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির কারণে বন্ধ আছে ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটি। তবে অসমাপ্ত প্রথম ইনিংসে এখন পর্যন্ত বিশাল সংগ্রহ করেছে ভারত। রোহিত শর্মার সেঞ্চুরির সৌজন্যে ৪৬.৪ ওভার পর্যন্ত দলটি করেছে চার উইকেটে ৩০৫ রান।
আগে কখনোই একসাথে ওপেন করা হয়নি রোহিত-রাহুলের। নিয়মিত ওপেনার শিখর ধাওয়ানের ইনজুরি সুযোগ করে দিয়েছে রাহুলকে। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন রাহুল।
৭৮ বলে ৫৭ রানের দারুণ একটি ইনিংস খেলে সঙ্গ দিয়েছেন রোহিতকে। এ দুজনের উদ্বোধনী জুটি ছিল ১৩৬ রানের। রাহুল ফিরে গেলে রোহিতকে সঙ্গ দিতে নামেন কোহলি।

রোহিত-কোহলি মিলে যোগ করেন আরও ৯৮ রান। এদিনে ১১৩ বলে ১৪০ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন ভারতের সহ অধিনায়ক। ইনিংসে ছিল ১৪ টি চার এবং তিনটি বিশাল ছক্কা।
হাসান আলির বলে ওয়াহাব রিয়াজকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। রোহিত ফেরার পর পান্ডিয়াকে সাথে নিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন কোহলি।
দ্রুততম সময়ে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। এরপরে ভারতীয় শিবিরে আঘাত হানেন মোহাম্মদ আমির। ভালো খেলতে থাকা হার্দিককে (১৯ বলে ২৬ রান) ও মহেন্দ্র সিং ধোনিকে (১) ফিরিয়েছেন তিনি।
এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ করা হয়। ব্যাটিংয়ে আছেন কোহলি এবং বিজয় শঙ্কর। ৭১ রানে ব্যাট করছেন কোহলি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ভারতঃ- ৩০৫/৪ (৪৬.৪ ওভার)
(রোহিত ১৪০, কোহলি ৭১*; আমির ২/৩৪)