ইনজুরি দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (শনিবার) মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। এ ম্যাচের আগে দুই দলই রয়েছে দুশ্চিন্তায়। অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা অলরাউন্ডার মার্কাস স্টইনিসের সাই?? স্ট্রেইনের ইনজুরি। অপরদিকে লঙ্কানরা দুশ্চিন্তায় আছে পেসার নুয়ান প্রদীপকে নিয়ে। আঙুলের চোটের কারণে ছিটকে পড়েছেন এই পেসার।
একজন অলরাউন্ডার ছাড়া দল সাজানো কতটা কঠিন সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে স্টইনিসকে ছাড়াই নামাতে হয়েছে অজিদের। বোলিং এবং ব্যাটিং লাইন আপে কিছুটা ঘাটতি অনুভব করেছে তারা।

তবে তাঁর অনুপস্থিতির সাথে দলকে মানিয়ে নিতে হবে বলে জানিয়েছেন অজি প্রধান কোন জাস্টিন ল্যাঙ্গার। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষায় থাকবে অস্ট্রেলিয়া। ম্যাচের পূর্ববর্তী দিন সাংবাদিকদের ল্যাঙ্গার বলেন,
'আমরা এ বিষয়ে কথা বলেছি। জানি দলে অলরাউন্ডার থাকা কতটা গুরুত্বপূর্ণ। আর ওকে যদি শেষ পর্যন্ত না পাই তাহলে আমাদের মানিয়ে নিতে হবে। পঞ্চম বোলারের সমস্যার একটি সমাধান বের করতে হবে। একজন অলরাউন্ডার না থাকলে এটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়।'
কিন্তু আজকের ম্যাচেও যে অলরাউন্ডার স্টইনিসকে পাওয়া যাবে তা নিশ্চিত করে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন অস্ট্রেলিয়া কাপ্তান অ্যারন ফিঞ্চ। তাঁর ভাষায়, 'সে আগামীকালও (আজ) খেলবে না।'
দুর্দান্ত ফর্মে থাকা লঙ্কান পেসার প্রদীপকে নিয়েও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দলটির শিবিরে। আশার কথা, গত পরশু দলের সঙ্গে অনুশীলনে বল করতে দেখা গেছে এই পেসারকে। তবে ফিল্ডিংয়ে করতে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে।
শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক অশান্ত ডি মেল বলেছেন, 'ওকে আমরা বোলিং করিয়ে দেখেছি। সে ভালোই করছে। কিন্তু আমাদের ওর ফিল্ডিংটা দেখতে হবে। বোলিং করতে কোন সমস্যা হচ্ছে না। চোটের কারণে কনিষ্ঠা আঙুলে অবশ্য সেলাই করা হয়েছে সেটি এখনো আছে।'