বাংলাদেশের বিপক্ষে খেলবেন স্টইনিস?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে দলে পাওয়ার আশা করছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে শনিবারের ম্যাচে খেলছেন না স্টইনিস। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি সেরে যাবে তাঁর, আশা ফিঞ্চের।
২০ই জুন বাংলাদেশের বিপক্ষে নামবে অজিরা। এর আগে টানা কয়েকদিন বিশ্রামে থাকবেন স্টইনিস, জানিয়েছেন ফিঞ্চ। শুক্রবার মিডিয়ার সামনে জানান,
'এই ম্যাচ আর পরের ম্যাচের মাঝে চারদিনের বিরতি আছে। আমার মনে হয় এই কয়েকদিন বিশ্রামের জন্য আদর্শ সময়। আগামী পাঁচ-ছয় দিনেই আমরা বুঝতে পারব সে কি করতে পারবে বা পারবে না।

'তাঁকে আমরা ব্যাটিং করতে এবং দৌড়াতে দেখেছি। সমস্যা হয়নি। সে এখনও বল করেনি। আমরা তাঁর ইনজুরি সেরে যাওয়ার অপেক্ষা করছি।'
ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষেও খেলেননি স্টইনিস। খেলবেন না শ্রীলংকার বিপক্ষেও। দলের অলরাউন্ডার ইনজুরিতে পড়লে ভারসাম্য হারায় দল, উপলদ্ধি ফিঞ্চের। ইনজুরি কাটিয়ে না উঠতে পারলে স্টইনিসের বদলে কন্ডিশন অনুযায়ী দলে ঢুকতে পারেন অন্য কোনো ব্যাটসম্যান অথবা বোলার।
'এটা খুব কঠিন যখন দলের অলরাউন্ডার ইনজুরিতে পড়ে, কেননা দলের ভারসাম্য নষ্ট হয় তখন। বিশেষ করে যেসব অলরাউন্ডার ফাস্ট বোলার হিশেবে খেলে এবং পাঁচ-ছয়ের মধ্যে ব্যাট করে।
'তাই এরা ইনজুরিতে পড়লে অতিরিক্ত ব্যাটসম্যান নিবো নাকি বোলার নিবো এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন। আমরা কন্ডিশনের উপরে ভিত্তি করে নিবো।'