ইংল্যান্ডের বোলিং শক্তিমত্তা টের পেল উইন্ডিজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারেনি উইন্ডিজ। স্বাগতিকদের বিপক্ষে মাত্র ২১২ রানে অলআউট হয়েছে দলটি। নিকোলাস পুরান এবং শিমরন হেটমিয়ার ছাড়া ইংল্যান্ডের সম্মিলিত বোলিং আক্রমণের সামনে কেউই টিকতে পারেননি।
টসে হেরে ব্যাট করতে নামা উইন্ডিজ শিবিরে শুরুতেই আঘাত করেন ক্রিস ওকস। এভিন লুইসকে (২) বোল্ড করে ফিরিয়েছেন তিনি। এরপর দলীয় ৫৪ রানে ফিরে গিয়েছেন অভিজ্ঞ ওপেনার ক্রিস গেইলও।
ব্যক্তিগত ৩৬ রানে থাকার সময় লিয়াম প্ল্যাঙ্কেটের বলে জনি বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। দলীয় রানের সঙ্গে আর এক রান যোগ হতেই ফিরে যান শাই হোপ (১১)।

মার্ক উডের শিকারে পরিণত হন তিনি। এরপর ৮৯ রানের জুটি গড়েন নিকোলাস পুরান এবং শিমরন হেটমিয়ার। এই জুটি ভাঙেন অনিয়মিত ইংলিশ স্পিনার জো রুট।
হেটমিয়ারকে ৩৯ রানে থামানোর পর ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকেও (৯) ফেরান তিনি। ইনজুরি কাটিয়ে দলে ফেরা আন্দ্রে রাসেল চেষ্টা করেও পুরানকে সঙ্গ দিতে পারেননি।
১৬ বলে ২১ রান করে মার্ক উডের দ্বিতীয় শিকার হয়ে দ্রুত বিদায় নেন তিনি। জফরা আর্চারের বলে থেমে যায় পুরানের ইনিংস। ফেরার আগে করেন ৭৮ বলে ৬৩ রান।
শেষমেশ ৪৪.৪ ওভারে ২১২ রানে অলআউট হয় উইন্ডিজ। দলটির লেজ ধসানোর দায়িত্ব নেন আর্চার-উড বোলিং জুটি।
এই দুজনের উভয়েই নিয়েছেন তিনটি করে উইকেট। দুটি উইকেট নিয়েছেন রুট। একটি করে উইকেট নিয়েছেন ওকস এবং প্ল্যাঙ্কেট।
সংক্ষিপ্ত স্কোরঃ-
উইন্ডিজঃ- ২১২/১০ (৪৪.৪ ওভার)
(পুরান ৬৩, হেটমিয়ার ৩৯, উড ৩/১৮)