শর্ট বলের লড়াইয়ে প্রস্তুত ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে মাঠে নেমেছে ক্যারিবিয়ানরা। দুই ম্যাচেই শর্ট বলের কারিশমা দেখিয়েছে দলটি। পাকিস্তানকে তো অল্প রানেই (১০৫) গুঁটিয়ে দিয়েছিল ক্যারিবিয়ান পেসাররা। শেলডন কট্রেল, জেসন হোল্ডারদের পরিকল্পনার কথা জানা আছে ইংল্যান্ডের। সেভাবেই প্রস্তুতি নিয়েছে তাঁরা।
সাউদাম্পটনে শুক্রবার ইংল্যান্ডের প্রতিপক্ষ উইন্ডিজ। ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী ইংলিশ ফাস্ট বোলার মার্ক উড। ক্যারিবিয়ানদের শর্ট বলে কুপোকাত করার কথা ভাবছেন তাঁরাও। কেননা উডের পাশাপাশি জফরা আর্চার, লিয়াম প্ল্যাকেটদের শর্ট বল সফলতাও আছে এবারের বিশ্বকাপে।

'ব্রাভো এবং হেটমিয়ারকে আমি শর্ট বলে আউট করেছিলাম। দারুণ বিষয় হচ্ছে আমরা দুই দলই শর্ট বলের দারুণ এক লড়াইয়ে নামব। উইন্ডিজ বিশ্বকাপে এসেছে শর্ট বলের পরিকল্পনা নিয়ে। আমরা সাম্প্রতিক ক্যারিবিয়ান সফরে সেটা আগেই টের পেয়েছিলাম।
'আমি মনে করি শর্ট বল সাউদাম্পটনের পিচে দারুণভাবে কাজে লাগবে। এই উইকেটে বাউন্স কাজে দিবে। তাই ফুল লেন্থের বলের চাইতে শর্ট বল ভালোই কাজে দিবে।'; জানিয়েছেন উড।
এদিকে বিশ্বকাপের আগে ক্যারিবীয় দীপপুঞ্জে সফর ছিল ইংল্যান্ডের। সেই সিরিজে বল হাতে সফল ছিলেন উড। চলতি বিশ্বকাপেও তিন ম্যাচ খেলে চার উইকেট নিয়েছেন উড। ম্যাচ সম্পর্কে আরও জানান,
'উইন্ডিজের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। কেননা এই দলের বিপক্ষে আমার সফলতা দারুণ। ফুটবলের মতো যদি বলি, এটা হচ্ছে ওই দলের বিপক্ষে খেলা যে দলের বিপক্ষে আপনি আগের ম্যাচেই গোল করেছেন। তাঁদের বিপক্ষে আমি সফল ছিলাম তাই তাঁদের অপেক্ষা করছি।'