আত্মবিশ্বাসী ল্যাঙ্গার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া দলের সামর্থ্যের গভীরতা নিয়ে চিন্তিত নন দলটির প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। পাশাপাশি দলের খেলার পরিকল্পনা এবং ধরণ নিয়েও বেশ আত্মবিশ্বাসী তিনি।
ভারতের বিপক্ষে ৩৬ রানের পরাজয়ের পর পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামতে যাচ্ছে অজিরা। শেষের সারির ব্যাটসম্যানরা সেরাটা দিতে ব্যর্থ হয়েছিল বিধায় ভারতের বিপক্ষে হেরেছিল অজিরা। তবে তাদের খেলার পরিকল্পনায় কোন খুত খুঁজে পাননি ল্যাঙ্গার।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ল্যাঙ্গার। কারণ তাঁর বিশ্বাস, ভালো ক্রিকেট প্রদর্শন করার ঠিক এক পা দূরে আছে অ্যারন ফিঞ্চের দল।
'আমাদের অনেক পথ খোলা আছে এবং এটা দারুণ। আমাদের খেলার পরিকল্পনা, ধরণ নিয়ে আমি আত্মবিশ্বাসী। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন রয়েছে আমাদের দলে। ভালো খেলা উপহার দেয়ার দ্বারপ্রান্তে আমরা।'
তবে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া দিয়েছে পাকিস্তান। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুটা পিছিয়ে থাকবে তারা। কেননা, বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।