'রোজা' আমলার মানসিকতা আরও দৃঢ় করছে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পবিত্র রমজান মাসে রোজা রেখেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ওপেনার হাশিম আমলা। এতে কোন সমস্যা হচ্ছে না তাঁর বরং মানসিকভাবে এই রোজা তাঁকে আরও শক্তিশালী করছে বলে জানিয়েছেন এই প্রোটিয়া ওপেনার।
বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ১২.৪ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ফাফ ডু প্লেসিসের দল।

এরই মাঝে দুর্দান্ত ব্যাটিং শৈলী দেখিয়ে নিজের অর্ধশতক তুলে নিয়েছিলেন আমলা। ৪৬ বলে ৫১ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। রোজা রেখে আমলার এমন ব্যাটিং পর সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমলাকে।
ইতিবাচক উত্তর দিয়েছেন আমলা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আমলা বলেন, 'রোজা আমার মানসিক এবং আত্মিক চর্চা আর ভালো করছে। এটা সত্যিই আমাকে সাহায্য করে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে।'
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও রোজা রেখে মাঠে নেমেছিলেন আমলা। খেলেছিলেন ৬৫ রানের অসাধারণ এক ইনিংস।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দুটি ম্যাচও খেলা হবে পবিত্র রমজান মাসে। সেই ম্যাচগুলোতেও রোজা রেখেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে আমলার।