অস্ট্রেলিয়ার ভরসা বিশ্বকাপ জয়ী ছয় ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার মিশনে গত আসরের বিশ্বকাপ জয়ী ছয় ক্রিকেটারের উপরই ভরসা রাখছে অজিরা। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের অন্য ক্রিকেটাররাও সফল হবে বলে বিশ্বাস দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চের।
সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন, ফিঞ্চ। ফিঞ্চ ছাড়াও বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে এবারও দলে আছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
'আমার মনে হয় এটা একটা বাড়তি সুবিধা- বিশ্বকাপ জিততে কী লাগে, এমন একটা অভিযানে নিজেদের তৈরি করা যে বেশ শক্ত কাজ সেসব জানা আছে। আপনাকে সেরাটা দিতে হবে, কারণ আপনার কিছুই হাতছাড়া করা যাবে না। ছয়জন আছে, যারা বিশ্বকাপ জিতেছে, তাদের অভিজ্ঞতা অন্যদের কাজে লাগবে। সেখানে কী আশা করা যায়, সেখানে যাওয়ার অনুভূতি কেমন- এগুলো তো আলাদা।'

নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন দুই তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন স্মিথ। তাছাড়া, আইপিএলের আসরে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন ওয়ার্নার।
এই দুজনের ফেরা বাড়তি স্বস্তি দিচ্ছে অস্ট্রেলিয়া শিবিরে। দলের সবাই বিশ্বকাপের জন্য মুখিয়ে আছে। এবারের বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে পারলে তা দারুণ ব্যাপার হবে বলে মনে করেন অজি দলপতি ফিঞ্চ।
'যখন এসব নিয়ে অনেক কথা হয়, এরপর এটা সত্যি সত্যি ঘটে তখন সেটা স্বস্তির ব্যাপার। সবাই একত্র হয়েছে, সবাই দারুণ আছে, প্রস্তুতিতে সবাই মুখিয়ে আছে। বিশ্বকাপ আসলেই জীবনে একবার ঘটে এমন একটা ব্যাপার, সেটা হলে দারুণ হবে ব্যাপারটা।'
এদিকে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম ম্যাচে ২২ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। পরের ম্যাচে ৭৭ বলে তিনি খেলেছেন ৮৯ রানের অপরাজিত ইনিংস। ৪ ছক্কা ও ৪ চারের এই ইনিংস দিয়ে অস্ট্রেলিয়াকে ৫০ ওভার পর্যন্ত টেনেছিলেন তিনি।
শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন তিনি। এই ম্যাচে ৯১ রানে অপরাজিত ছিলেন স্মিথ। ১০৮ বলের এই ইনিংসে রয়েছে ১০টি চারের মার। অজি দলপতি ফিঞ্চ মনে করেন স্মিথের টাইমিং ও ক্লাস ফিরে এসেছে।
'তার টাইমিং আর ক্লাস ফিরে এসেছে। যেন সে কোনোদিন বাইরে ছিলই না, এমন একটা ব্যাপার। যে উইকেটে টাইমিং করা বেশ কঠিন, সেখানেই তার ফ্রন্টফুটে ড্রাইভ ছিল অসাধারণ। সে যতোখানি সময় ক্রিজে কাটিয়েছে, তার গিয়ার বদলেছে- সেসব সত্যিই চমৎকার ছিল।'