ইংল্যান্ড সিরিজেই আমিরের অডিশনঃ সরফরাজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না হলেও ইংল্যান্ড সিরিজে দলে জায়গা মিলেছে পেসার মোহাম্মদ আমিরের। আর এই সিরিজে ভালো করলেই বিশ্বকাপের টিকিট মিলতে পারে তাঁর।
এমনটা নিশ্চিত করেছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার মিডিয়ার সামনে তিনি জানান,

'ইংল্যান্ড সিরিজে আমিরের সুযোগ আছে। সে অনুশীলন ক্যাম্পে কঠোর পরিশ্রম করছে। গতকালের প্রস্তুতি ম্যাচে তাঁর বোলিং ভালো হয়েছে। ইংল্যান্ডে সে ভালো বল করলে তাঁকে আমরা সুযোগ দিবো।'
এদিকে বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তান, মনে করছেন সরফরাজ ও পাকিস্তানের প্রধান কোচ মিকি আর্থার। সরফরাজের ভাষায়,
'আমাদের দল বেশ ভালো। তাঁরা সবাই পরিশ্রমী। আমাদের লাইনআপ বেশ গোছানো। আমরা বিশ্বকাপে ভালো ফলাফল করার চেষ্টা করব। আগে কি হয়??ছে সেটা আমরা ভুলে যেতে চাইব।
'আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ভালো খেলার চেষ্টা করব। সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেই আমরা ইংল্যান্ডে যাচ্ছি। আশা করছি আমরা জিতব। আমাদের ক্রিকেটাররা তাঁদের সেরাটা দিতে প্রস্তুত।'
দলের কোচ মিকি আর্থার জানান, 'আমরা গত দুই বছর কঠোর পরিশ্রম করেছি। যেভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব সেভাবেই আমরা নিয়েছি। আমরা আমাদের সব রকমের সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি ফলাফল আমাদের পক্ষে আনার জন্য।'