একাধিক ভূমিকা পালনে প্রস্তুত ইমাদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অভিষেকের পর পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। আসন্ন বিশ্বকাপের দলে প্রত্যাশিতভাবে জায়গা পাওয়ার পর দল অনেক ধরণের ভূমিকা চায় তাঁর কাছ থেকে। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন ইমাদ।
চাপ নয়, বরঞ্চ চ্যালেঞ্জ হিসেবেই পুরো বিষয়টিকে নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান,

'এটা সম্মানের যখন আপনি দেখবেন কোন দল আপনাকে এতগুলো ভূমিকায় দেখতে চায়। একজন ক্রিকেটারের অবশ্যই নতুন দায়িত্বের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত।
'আমি ভাগ্যবান কেননা আমার সামর্থ্য আছে। অন্যদের মতো আমাকেও উইকেট নিতে হবে।'
৩০ বছর বয়সী ইমাদ দলের জন্য নতুন বলে উইকেট নিতেও প্রস্তুত। দরকার হলে শেষ ওভার করার মানসিকতাও আছে তাঁর। ইমাদের ভাষায়,
'ম্যাচের অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার ভুমিকাও পরিবর্তিত হবে। নতুন বলে যখন বল করব তখনও আমাকে উইকেট নিতে হবে। এমনকি যখন পুরানো বলে বল করবো তখনও আমাকে উইকেট নিতে হবে।
'অবশ্যই আমার ব্যক্তিগত লক্ষ্য আছে। কিন্তু দলের লক্ষ্যই আমার কাছে বড়। আমাকে যদি শেষ ওভার বল করতে বলা হয়, আমি সেটাই করব। আমাকে নতুন বলে বল করতে বলা হলেও তাই করব।'