বিশ্বকাপে কেউই ফেভারিট নয়ঃ মালিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে কোন দলকেই আলাদা করে ফেভারিট হিসেবে দেখছেন না পাক অলরাউন্ডার শোয়েব মালিক। ইংলিশ কন্ডিশনে সবগুলো দলকেই কমবেশি ভুগতে হবে, মনে করছেন তিনি।
দ্যা ডনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, 'বিশ্বকাপের সবগুলো দলই বেশ শক্তিশালী। এখানে কেউই ফেভারিট নয়। ইংলিশ কন্ডিশনে সবারই ভুগতে হবে। বৃষ্টির দিনগুলোতে যে কোন দলেরই সমস্যা হতে পারে।'

এদিকে পাকিস্তানের বিশ্বকাপ দলে শোয়েব মালিককে নেওয়ায় সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেননা মালিকের সাম্প্রতিক পারফর্মেন্স অতোটা সুখকর নয়।
ইংল্যান্ডের মাটিতে ২৩ ইনিংসে তাঁর ব্যাটিং গড় ১৩.৬৩, যার মধ্যে পঞ্চাশের বেশি রান আছে মাত্র একটি। এছাড়া ২০১৮ সালে ২৯.২১ গড় এবং ৭৭.৬২ স্ট্রাইক রেটে রান তুলেছেন মালিক।
তবুও পিসিবির বিশ্বাস দলের মিডল অর্ডারে ভরসার নাম হবেন মালিক। সমালোচনার জবাব দিয়ে মালিক জানান,
'আমি আশা করব সমালোচকদের কথা বিশ্বকাপে আমাদের পারফর্মেন্সে কোন প্রভাব ফেলবে না। ইনিংস মেরামতের কাজ করতে আমার কোন অসুবিধা নেই।
'আমি পাকিস্তানের মিডিয়া অনুসরণ করি না। আমাকে নিয়ে কি বলল সেটাও ভাবছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার শেষ বিশ্বকাপ। আমি দলে আছি, দলের জন্যই খেলব। আমি কখনোই নিজের জন্য খেলিনি।'