বিশ্বকাপে ওপেন করতে চান হাফিজ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইমাম উল হক এবং ফখর জামানদের কারণে গত দুই বছর পাকিস্তানের হয়ে ওপেন করতে পারেননি মোহাম্মদ হাফিজ। আসন্ন বিশ্বকাপে দলের হয়ে ওপেন করতে চান তিনি।
দলের ম্যানেজমেন্ট অবশ্য মিডল অর্ডারে চায় হাফিজকে। সেখানেও খেলতে পারবেন বলে ক্রিকবাজকে জানান হাফিজ, তবে লক্ষ্য থাকবে ওপেন করার।

'আমি একজন ওপেনার। আর আমি ওপেনার হিসেবেই খেলতে চাই। দলের ম্যানেজমেন্ট অবশ্য আমাকে চার নম্বরে চায়, তাঁরা চায় আমি ইনিংস মেরামতের কাজ করি।
'কেননা ইতিমধ্যেই দল নতুন ওপেনার পেয়েছে যারা ভালো খেলছে। তবে পাকিস্তান দল আমাকে যেখানে খেলাতে চায় আমি সেখানেই খেলার চেষ্টা করব।'; জানিয়েছেন হাফিজ।
২০১৭ সালের শুরু থেকেই পাকিস্তানের মিডল অর্ডার সামলে চলেছেন ৩৭ বছর বয়সী হাফিজ। এই সময়ে তাঁর গড় ছিল ৩৭, যা তাঁর ক্যারিয়ার গড়'র চাইতে বেশি! কিন্তু তারপরেও ওপেনার হিসেবেই খেলতে চান হাফিজ।
'আমি একই ঘরানার ক্রিকেটার না। আমি মনে করি আমি সব ধরনের ইনিংস খেলতে পারি। আমার ক্যারিয়ারের অনেক অবস্থায় আমি অনেক কঠিন সময়ে খেলেছি।
'আমি যেহেতু ক্যারিয়ারের শুরু থেকে ১৬-১৭ বছর ওপেনার হিসেবে খেলেছি, এখন মিডল অর্ডারে খেলা কঠিন। আমি সবসময় বেশি ওভার খেলতে চাই, যেন দায়িত্ব নিয়ে আমি পাকিস্তানকে জেতাতে পারি।'