বিশ্বকাপ দলের পাঁচ প্রোটিয়া ক্রিকেটারই রিহ্যাবে!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলের ১৫ জন সদস্যের পাঁচজন ক্রিকেটারই ইনজুরিতে আছেন, নয়তো ইনজুরি কাটিয়ে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন।
দলের পেসার অ্যান্ডিল ফেহলুকায়ো ডান পায়ের ইনজুরিতে ছিলেন। ইনজুরি এখনও পুরোপুরি কাটেনি তাঁর। তবে ঘরের মাটিতে টি-টুয়েন্টি চ্যালেঞ্জে পরের ম্যাচে খেলার কথা রয়েছে তাঁর।

তাবরাইজ শামসিও আছেন ইনজুরিতে। পিঠের ব্যথা ক্রমশ বেড়ে চলেছে তাঁর। টি-টুয়েন্টি চ্যালেঞ্জে সপ্তাহ দুয়েক পরেই ফেরার কথা আছে তাঁর।
দলের সিনিয়র অলরাউন্ডার জিন পল ডুমিনি ডান কাঁধের ইনজুরি কাটিয়ে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন। কয়েক সপ্তাহ পরে টি-টুয়েন্টি চ্যালেঞ্জে দেখা মিলতে পারে তাঁর।
দলের পেসার এনরিচ নর্জেও ডান কাঁধের ইনজুরি কাটিয়ে উঠেছেন। তবে অন্যান্যদের থেকে তুলনামূলক ভালো অবস্থায় আছেন তিনি। দলের আরেক পেসার লুঙ্গি এনগিদিও কাটিয়ে উঠেছেন ইনজুরি। রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন তিনিও।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডঃ হাশিম আমলা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, কাগিসো রাবাদা, অ্যান্ডিল ফেহলুকায়ো, লুঙ্গি এনগিদি, এনরিচ নর্জে, ডেল স্টেইন, ডোয়েইন প্রিটোরিয়াস, ইমরান তাহির, তাবরাইজ শামসি, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ভ্যান ডার ডাসেন।